সকাল আমার স্বপ্নঘেরা,
বিকেল হলো বিষাদভরা।
রবীর শিখা জ্বলার আগে,
উদর আমার ফুলে রাগে।
হকচকিয়ে সামনে গিয়ে,
ফিরে আসি সাহস নিয়ে।
গর্ভ আমার ভীষণ রিক্ত,
কভুও হবে না ভুক্ত।
আমি এক অচিন পাখি,
উঠো সবাই মেলে আঁখি।
রাত পোহাবার নাইকো দেরি,
প্রভু আমার রয়েছে হেরি।
অমানিশার আলিঙ্গনে,
আলোর মেলা জাগবে ক্ষণে।
আলো-আঁধারের চির লড়াই,
থাকবেই উত্তাপ চড়াই-উৎরাই।
অবশেষে আলোর বিজয়,
অন্ধকারের পরাজয়,
ঢেকে যাবে সকল অমানিশা,
খুঁজে পাবে পথহারা দিশা।
আলোর পথে আছে শুধুই অন্ধকার,
অন্ধকারের আলো কেবল রূপকার।
লেখক: মোঃ রাকিব হোসেন, ২০১৭-১৮ শিক্ষাবর্ষ