ক্ষনিকের এই ধরণীতে মানুষ কত স্বপ্ন করছে বপন
মাস পেরিয়ে বছর আসে আবার চলে যায়
সময়ের কাছে মানুষ বড় অসহায়।
ক্ষনিকের এই বেড়াজালে
কেউ রাজ্য শাসন করে,কেউবা কালো টাকা গুনে –
অসহায় প্রজারা ধুঁকে ধুঁকে মরে।
ক্ষনিকের এই মায়াডোরে
কেউ হয়েছেন বিজ্ঞানী,
আকাশ পাড়ি দিয়ে গ্রহ-নক্ষত্রকে করেছেন জয়
কেউ হয়েছেন কবি /লেখক, লিখেছেন কতশত বই
কেউ হয়েছেন শিক্ষক, জ্ঞান দান করছেন শিক্ষার্থীদের
কেউ হয়েছেন জর্জ,বিচার করছেন জনগণের
কেউ হয়েছেন ডাক্তার, সেবা দিচ্ছেন অসুস্থদের।
স্বপ্নগুলো সময়ের ব্যবধানে নির্মূল হয়ে যায়
মৃত্যু তখন কানে কানে এসে বলে সব মায়ার বাঁধন ছিন্ন করে আয় চলে আমার কাছে।
জীবনটা এত ক্ষনিকের কেনো
কেউ কি বলতে পারো?
লেখক: ইমরান হোসাইন, ২০১৮-১৯ শিক্ষাবর্ষ