আমি চাইতাম তোমাকে বিপ্লবে, তোমাকে বিদ্রোহে,
আমি চাইতাম তোমাকে সংগ্রামে সংগ্রামে।
আমি চাইতাম আমাদের প্রেম হবে রাজুর স্লোগানে স্লোগানে।
আমি চাইতাম তুমি হবে বিপ্লবী নারী
যার স্লোগানে আমি স্লোগান মিলিয়ে বলতাম মুক্তি চাই, মুক্তি চাই।
আমি চাইতাম টিএসসির আড্ডায় অনর্গল তোমার মুখ ছুটেছে,
তোমার সেই রাগে ক্ষোভে ফুঁসে ওঠা মুখ দেখে আমি সাহসী হয়ে উঠতাম
সাহসী হয়ে হয়ত কোনো মন্তব্য করে বসতাম
তোমার অনর্গল ছুটে চলা মুখ থেমে যেত,
তুমি অবাক হয়ে আবার শুনতে চাইতে, আমি লজ্জায় থেমে যেতাম।
আমি চাইতাম মিছিলে তোমার স্লোগানের আওয়াজে আমার লোম সজাগ হয়ে উঠুক
আমার রক্ত চঞ্চল হয়ে উঠুক
যতটুকু চঞ্চল হলে গুলি কর শূয়োরের বাচ্চা বলে বুক চিতিয়ে দাঁড়িয়ে যেতাম।
আমি চাইতাম টিএসসির আড্ডায় সিগারেট ফুঁকতে ফুঁকতে তোমার মুখে এঙ্গেলস্ মার্ক্স লেলিনের খই ফুটুক।
আমি চাইতাম পুরো ক্যাম্পাস চষে ফেলি তোমার সাথে।
আমি চাইতাম এই শহরের প্রতিটি অলি গলি আমাদের চিনে ফেলুক বোহেমিয়ান নামে।
আমি চাইতাম রাজুর পাদদেশে বক্তৃতায় তোমার গলার ফুলে ফুলে উঠা রগ দেখে আমার চোয়াল শক্ত হয়ে উঠুক।
আমি চাইতাম তোমাকে বিপ্লবে,
আমি চাইতাম তোমাকে বিদ্রোহে,
আমি চাইতাম তোমাকে সংগ্রামে সংগ্রামে।
লেখক: নুর আহমদ, ২০১৮-১৯ শিক্ষাবর্ষ