কতোদিন দেখি না তোরে
জানি না কোথায় তুই,
কেমন আছিস?
সীমান্ত ফেরিয়ে কি ভুলে গেলি আমায়, জানি না!
তবু রোজ একটা করে উড়োচিঠি পাঠাই তোর নামে
জানি না, পেয়েছিস কি না আমার বার্তা।
জানিস?
এখন আর সন্ধ্যাতারা তোর খোঁজ নিয়ে আসে না,
এখন আর শ্রাবণ মেঘ তোর কথা এসে কয় না,
এখন আর হিমেল হাওয়া তোর বার্তা দেয় না,
কেমন আছিস তুই?
কতোদিন দেখি না তোরে
খুব ইচ্ছে করছে দেখতে তোরে,
নির্জন দ্বীপে বসে আড্ডা দিতে
খুব ইচ্ছে করছে দেখতে তোরে,
একাসাথে বিরামহীন পথ চলতে
খুব ইচ্ছে করছে তোর গান শুনতে
আলো ছায়ায় মিশে যেতে
সকল যাতনা ভুলে ভালোবাসার ভিড়ে হারিয়ে যেতে।
কবে পাবো তোর দেখা?
কবে চলবো একাসাথে?
কবে শুনবো তোর গান?
কবে অপেক্ষার পালা সাঙ্গ করে,
আসবি ফিরে তুই অন্তরে।
আমি তবে বড্ড অভিমানী
জানিস কিন্তু তুই
এবার যদি না দিস পত্র,
হারিয়ে যাবো বহুদূর।
নিগার সুলতানা
প্রথম বর্ষ